Image description

চাঁদপুরের কচুয়ায় উৎসবমুখর পরিবেশে আল-বারাকা ট্রাস্টের আয়োজনে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) আল বারাকাত আইডিয়াল একাডেমিতে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত দুটি শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় উপজেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণির মোট ৫১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে প্রথম শিফটে প্রথম থেকে পঞ্চম শ্রেণি এবং দ্বিতীয় শিফটে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন আল বারাকাত আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টের চেয়ারম্যান মো. আবুল বারাকাত বাবুল। এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক আবু জাফর। এছাড়া সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একাডেমির ব্যবস্থাপনা প্রিন্সিপাল (ইনচার্জ) মাওলানা মো. মিজানুর রহমান ও মোহাম্মদ আলী সিদ্দিকী।

ট্রাস্টের চেয়ারম্যান মো. আবুল বারাকাত বাবুল বলেন, ‘ট্রাস্টের উদ্যোগে প্রথমবারের মতো এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে মনোনিবেশ করাই আমাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও মেধা যাচাইয়ের এই প্রকল্প অব্যাহত থাকবে।’

পরীক্ষা নিয়ন্ত্রক সহকারী অধ্যাপক মাওলানা মো. আবু জাফর বলেন, ‘উপজেলা পর্যায়ে এত বৃহৎ পরিসরে বৃত্তি পরীক্ষার আয়োজন গ্রামীণ জনপদের শিক্ষাকে এগিয়ে নিতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। এলাকার শিক্ষার মান উন্নয়নে এই উদ্যোগ প্রশংসনীয়।’