সিলেটের বিয়ানীবাজারে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকস, শাড়ি ও বিড়িসহ তিন চোরাকারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬৫ ইবির লেফটেন্যান্ট রুম্মান বিন মাঈনের নেতৃত্বে একটি টহল দল রায়খাইল গ্রামের আব্দুল হকের বাড়িতে অভিযান চালায়। এ সময় ভারতীয় অবৈধ পণ্য মজুদ রাখার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- রায়খাইল গ্রামের শফিক উদ্দিনের দুই ছেলে ফখরুল হক রানা (৩৮) ও বদরুল হক (৪২) এবং আব্দুল হকের ছেলে বাকপ্রতিবন্ধী সোলাইমান (২২)।
অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪২ হাজার ৯৬ টাকা। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে-১৯ পিস শাড়ি, ৫ রোল থান কাপড়, ১টি বেডশিট, ২৬ বক্স আলটাবিট ক্রিম, ৩৪ পিস নিভিয়া লোশন, ১২ পিস স্ক্রিন ব্রাইট, ৮৩ পিস গোমেলা ক্রিম, ৮ পিস সেলনোর ক্রিম, ৫৬ পিস ক্লপ-জি ও ১০ পিস নেভিয়া সফট ক্রিম। এছাড়া ২ হাজার ৬৬০ প্যাকেট নাসির বিড়ি, ৩টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা লেফটেন্যান্ট রুম্মান বিন মাঈন (৬৫ ইবি) বলেন, ‘অবৈধ চোরাচালান রোধে সেনাবাহিনী সর্বদা তৎপর রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আমাদের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।’
স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জব্দকৃত মালামাল প্রথমে গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পে নেওয়া হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আটককৃত ব্যক্তি ও মালামাল গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




Comments