জাতীয় পার্টি দরবেশ সেজে ভোট চাইতে আসবে, সাবধান থাকবেন: সাবেক এমপি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান বলেছেন, ‘‘শেখ হাসিনার ‘ফ্যাসিস্ট’ সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় টিকিয়ে রেখেছিল জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টি এখন ‘দরবেশ’ সেজে আপনাদের কাছে ভোট চাইতে আসবে। তাদের এই ফাঁদে পা দেওয়া যাবে না, সবাইকে সাবধান থাকতে হবে।’’
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মাইক্রোবাস স্ট্যান্ড চত্বরে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদল যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা প্রসঙ্গে জাহিদুর রহমান বলেন, ‘‘এবার আর কোনো গুজব নয়, আগামী ২৫ ডিসেম্বর সত্যি সত্যিই তারেক রহমান দেশে ফিরছেন। আপনাদের সবার সহায়তায় ঠাকুরগাঁও-৩ আসনটি আমরা তারেক রহমানকে উপহার দেব। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে এই বিজয় কেউ ঠেকাতে পারবে না।’’
উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পীরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু, উপজেলা মহিলা দলের আহ্বায়ক কুলসুম বেগম, সদস্য সচিব মাহফুজা বেগম, বিএনপি নেতা ওয়ালিউর রহমান মিঠু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রানা, ছাত্রনেতা মেজবাহুল হক সূর্য, রবিউল ইসলাম প্রমুখ।
সমাবেশে পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। সমাবেশ শেষে ঢাকায় স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।




Comments