Image description

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন অভিযোগ করে বলেছেন, ‘‘পার্শ্ববর্তী দেশের উসকানিতে আওয়ামী লীগের দালালরা আগামী নির্বাচন পণ্ড করার অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগের হাতে এখনো প্রচুর অবৈধ টাকা ও অস্ত্র রয়েছে। গত শাসনামলে দলীয় বিবেচনায় দেওয়া লাইসেন্সকৃত অস্ত্রগুলোও এখনো পুরোপুরি উদ্ধার হয়নি।’’

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা-৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

খায়রুল কবির খোকন আরও বলেন, ‘‘পরাজিত শক্তিরা পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র এনে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। তবে এ দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের সব ষড়যন্ত্র প্রতিহত করবে।’’

বক্তব্যে তিনি দ্রুত সময়ের মধ্যে শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে আগামী নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হারুণ অর রশিদ, আকবর হোসেন, রবিউল ইসলাম রবি, বিজি রশিদ নওশের, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।