বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে পেশাদার চালকের খপ্পরে পড়ে অপহরণ ও ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী (১৬)। কৌশলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করার পর শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ময়মনসিংহ নগরীর একটি গ্যারেজ থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকার চালক মো. মনির হোসেনকে (৪৫) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক মনির হোসেন ময়মনসিংহ নগরীর আকুয়া মাদ্রাসা কোয়ার্টার শিকদার বাড়ি মোড় এলাকার বাসিন্দা। পুলিশ তার ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করেছে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ওই কিশোরী রাজধানীর উত্তরা এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। সেখানে এক তরুণের সঙ্গে তার পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে। সেই সুবাদে ওই বন্ধুর সঙ্গে মনিরের প্রাইভেটকারে করে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় খালার বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথে চালক মনির কৌশলে ওই তরুণকে একটি চায়ের দোকানে নামিয়ে দিয়ে কিশোরীকে নিয়ে দ্রুত সটকে পড়েন।
অভিযোগে জানা যায়, এরপর চালক মনির নগরীর আকুয়া হাজীবাড়ি এলাকার একটি গ্যারেজে গাড়িটি ঢুকিয়ে কিশোরীকে গাড়ির ভেতরেই আটকে রাখেন। সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। একপর্যায়ে কিশোরী কৌশলে ৯৯৯-এ কল করে সাহায্য চাইলে পুলিশ প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে তাকে উদ্ধার করে।
পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে আটক চালক মনিরের অপরাধের পুরনো ইতিহাস। তার বিরুদ্ধে ২০১৯ সালেও এক যাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে ঢাকার তুরাগ থানায় মামলা রয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘কিশোরীকে কৌশলে অপহরণ করে গ্যারেজের ভেতর প্রাইভেটকারে আটকে রেখে ধর্ষণ করেন মনির হোসেন। ভুক্তভোগী ৯৯৯-এ কল করলে দ্রুততম সময়ে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’’




Comments