মোহনগঞ্জে বুদ্ধিজীবী দিবসের মঞ্চে জামায়াত নেতারা, অনুষ্ঠান বর্জন করলেন মুক্তিযোদ্ধারা
নেত্রকোনার মোহনগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের আমন্ত্রণ জানানোয় অনুষ্ঠান বর্জন করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে মোহনগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এই ঘটনা ঘটে।
বেলা ১১টার দিকে উপজেলা মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। তবে সেখানে এসে জামায়াতে ইসলামী নেতাদের দেখতে পেয়ে সভা বর্জন করে চলে যান বীর মুক্তিযোদ্ধারা।
এরপর এক জরুরি সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান স্পষ্ট করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বলা হয়, ‘মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের সঙ্গে এক মঞ্চে বসা তাদের পক্ষে কখনোই সম্ভব নয়। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।’
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামছুল হক মাহবুব এবং মোহনগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী চৌধুরী (হীরা)। আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক আব্দুল খালেক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব গোলাম মোস্তফাসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।
এ বিষয়ে ইউএনও আমেনা খাতুন মিডিয়াকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। মুক্তিযোদ্ধারা সভায় কিছুটা দেরিতে পৌঁছানোয় তাদের জন্য আলাদা আসন রাখা হয়েছিল। তবে তারা বসতে না চেয়ে ব্যস্ততার কথা জানিয়ে হলরুম ত্যাগ করেন।




Comments