Image description

ফরিদপুরের সদরপুর উপজেলায় আদালতের ১৪৪ ধারার নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, বসতবাড়ি ভাঙচুর ও দেড় শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সকালে উপজেলার চরখাটারিয়া মৌজায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. ইদ্রিস হাওলাদার বাদী হয়ে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চরখাটারিয়া মৌজার একটি ভোগদখলীয় সম্পত্তি নিয়ে ইদ্রিস হাওলাদারের সঙ্গে স্থানীয় কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ ওই জমিতে আদালতের ১৪৪ ধারার আদেশ ইদ্রিস হাওলাদারের পক্ষে বলবৎ রয়েছে। তা সত্ত্বেও গত শনিবার সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই জমিতে অনাধিকার প্রবেশ করে। এ সময় তারা বাগানের প্রায় দেড় শতাধিক কলাগাছ কেটে ফেলে এবং ইদ্রিস হাওলাদারের বসতভবনের উত্তর পাশের দেয়াল ভাঙচুর করে। এতে বাধা দিতে গেলে ভুক্তভোগীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পরে স্থানীয়রা এগিয়ে এলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে অভিযুক্তদের অব্যাহত হুমকির মুখে ভুক্তভোগী ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ্ বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’