Image description

সিরাজগঞ্জের কাজীপুরে দ্রুতগামী ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে চাঁন মিয়া মীর (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক ও এক যাত্রীসহ আরও দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার সীমান্ত বাজার এলাকার আরআইএম ডিগ্রি কলেজের সামনে পাটাগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া মীর একই উপজেলার গান্ধাইল এলাকার মৃত সামেদ মীরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে একটি যাত্রীবাহী অটোভ্যান পাটাগ্রাম সড়ক দিয়ে সীমান্ত বাজারের দিকে যাচ্ছিল। ভ্যানটি আরআইএম ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী চাঁন মিয়ার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত অপর দুইজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসকদের বরাতে জানা গেছে, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

কাজীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অনুত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত ব্যক্তির নাম ঠিকানা পাওয়া গেলেও আহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি