শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের একটি নির্বাচনী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের ভোটারদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আপনারা ভোট দিলে বিএনপিকে দেবেন, না দিলে ঘরে শুয়ে থাকবেন, আমাদের আপত্তি নাই।’
গত শনিবার (১৩ ডিসেম্বর) রাতে শরীয়তপুরের নড়িয়ার বাংলা বাজার এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক ঘরোয়া প্রচারণায় তিনি এসব কথা বলেন।
ভাইরাল হওয়া ভিডিওতে মতিউর রহমান সাগরকে বলতে শোনা যায়, ‘আওয়ামী লীগের যে সমস্ত ভাইয়েরা এলাকায় আছেন... আপনাদের আমরা মাফ করে দেব, আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আপনারা চিন্তা কইরা দেখেন আগামীতে বিএনপি ক্ষমতায় আসতেছে... আপনাদের সুবিধা-অসুবিধার জন্য হইলেও আপনারা বিএনপির পাশে থাকবেন।’
তিনি আরও বলেন, ‘আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামায়াত-রাজাকারদের ভোট দেবেন, আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। আওয়ামী লীগকে বলি—আপনারা ভোট দিলে বিএনপিকে দেবেন, না দিলে ঘরে শুয়ে থাকবেন।’
সমালোচনার মুখে ফেসবুকে আপলোড করা ভিডিওটি সরিয়ে নিয়েছেন মতিউর রহমান সাগর। এ বিষয়ে তিনি দাবি করেন, ‘আমার ১৩ মিনিটের বক্তব্যকে কাটছাঁট করে প্রচার করা হয়েছে। এটি আমার এলাকার লোকদের নিয়ে ঘরোয়া আলোচনা ছিল, বাইরের কেউ ছিল না।’
নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল বলেন, ‘এই বক্তব্যে দলের নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। দল কখনোই এমন বক্তব্য সমর্থন করে না। এটি তার ব্যক্তিগত বক্তব্য, যা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।’
এদিকে, বিষয়টি নজরে এসেছে প্রশাসনেরও। শরীয়তপুর-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান জানান, তিনি ভিডিওটি দেখেছেন। এ বিষয়ে এখনো কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেনি। অভিযোগ পেলে নির্বাচনী আচরণবিধি ও আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।




Comments