Image description

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন জাহান লুনার সঙ্গে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং সরকারি দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় নবাগত ইউএনও উপস্থিত সকলের সঙ্গে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন। বক্তব্যের শুরুতেই তিনি নাগেশ্বরী উপজেলার ভৌগোলিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

ইউএনও শারমিন জাহান লুনা বলেন, ‘দুধকুমার, গঙ্গাধর ও ব্রহ্মপুত্র নদ-নদী বেষ্টিত নাগেশ্বরী একটি ঐতিহ্যবাহী জনপদ। কৃষিপ্রধান এই উপজেলায় ধান, পাট ও পেঁয়াজের ফলন যেমন সমৃদ্ধ, তেমনি এখানকার নকশি কাঁথা এবং বাঁশ ও বেতের হস্তশিল্পের ঐতিহ্য দেশজুড়ে সমাদৃত।’

তিনি আরও বলেন, ‘সীমান্তবর্তী উপজেলা হওয়ায় নাগেশ্বরীর নিজস্ব সাংস্কৃতিক ও বাণিজ্যিক গুরুত্ব রয়েছে। ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলার সার্বিক উন্নয়নে আমি সকলের সহযোগিতা কামনা করছি।’

এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য আমি সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই। প্রশাসনের কাজে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে আপনাদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা একান্ত কাম্য।’

মতবিনিময়কালে উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাতের নানা অসঙ্গতি প্রশাসনের নজরে আনেন। তারা আশা প্রকাশ করেন, নবাগত ইউএনও এসব সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, প্রেসক্লাব উত্তর ধরলার সভাপতি এবং দৈনিক মানবকন্ঠ ও চ্যানেল এস-এর কুড়িগ্রাম প্রতিনিধি এম এস সাগর, নাগেশ্বরী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা সিরাজ, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা। এছাড়াও জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।