Image description

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আন্তঃনগর ট্রেনের নিয়মিত যাত্রাবিরতি, স্টেশন মাস্টার নিয়োগসহ ৭ দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে সর্বস্তরের জনগণ। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় মিরপুর রেলওয়ে স্টেশনে মিরপুর উপজেলা উন্নয়ন কমিটির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

অবরোধের কারণে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনটি মিরপুর স্টেশনে আটকা পড়ে। এতে পশ্চিমাঞ্চল রেলওয়ের ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। একপর্যায়ে দাবি আদায়ে আন্দোলনকারীরা রেললাইনের ওপর শুয়ে পড়েন। সমাবেশে বক্তারা অবিলম্বে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি কার্যকর, স্টেশন মাস্টার নিয়োগ, প্ল্যাটফর্ম উঁচুকরণ ও স্টেশনের আধুনিকায়নসহ সাত দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।

প্রায় দুই ঘণ্টা অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় প্রশাসন দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক বলেন, ‘আন্দোলনকারীদের ৭ দফা দাবির মধ্যে প্রধান দুটি দাবি ছিল স্টেশন মাস্টার নিয়োগ ও ট্রেনের যাত্রাবিরতি চালু করা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই দুটি দাবি তাৎক্ষণিকভাবে মেনে নেওয়া হয়েছে। এছাড়া বাকি দাবিগুলোও যৌক্তিক, যা পর্যায়ক্রমে পূরণ করা হবে।’