টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মিজ নূরজাহান আক্তার সাথী। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন।
নতুন কর্মস্থলে যোগদানের সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান ধনবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান।
বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী এর আগে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন। তার প্রশাসনিক কর্মজীবন শুরু হয় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে। পরবর্তীতে তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবাগত ইউএনও মিজ নূরজাহান আক্তার সাথী বলেন, “একটি বৈষম্যহীন, উন্নয়নমুখী ও জনবান্ধব ধনবাড়ী গড়তে আমি আন্তরিকভাবে কাজ করে যাব। এ লক্ষ্যে আমি উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”




Comments