Image description

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা শহরের প্রেসক্লাবের পেছনের ডোবা থেকে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দেড়টায় দামুড়হুদা উপজেলা শহরের প্রেসক্লাবের পেছনের ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিস। উদ্ধারের পর লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, হত্যা না পানিতে ডুবে, মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ময়না তদন্তের পর প্রকৃতি ঘটনা জানা যাবে। 

তিনি আরও জানান, এখনো পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।