Image description

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা–সিলেট মহাসড়কে বাস ও লরির সংঘর্ষে আল মোবারাকা পরিবহনের এক সুপারভাইজার নিহত হয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াপাড়া সাহেব বাড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী একটি খালি তেলবাহী লরির ছনে আল মোবারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষে বাসের সুপারভাইজারের ঘটনাস্থলেই নিহত হন।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।