Image description

ফেনী সদর উপজেলার শর্শদী বাজারে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে ব্যাংকের সিঁড়িঘরে থাকা ৩টি মোটরসাইকেল পুড়ে ভস্মীভূত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শর্শদী বাজারে গ্রামীণ ব্যাংকের ওই শাখার কার্যক্রম শেষে বুধবার রাতে কর্মকর্তা-কর্মচারীরা ভবনের দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে দুর্বৃত্তরা নিচতলার সিঁড়িঘরের কলাপসিবল গেটের ভেতরে আগুন ধরিয়ে দেয়। আগুনের শিখা দেখে নিরাপত্তা প্রহরী চিৎকার শুরু করলে ভবনের ওপরে থাকা কর্মকর্তারা দ্রুত নিচে নেমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

গ্রামীণ ব্যাংক শর্শদী শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন, “আগুনে সিঁড়িঘরে রাখা ৩টি মোটরসাইকেল ও ২টি বসার বেঞ্চ পুড়ে গেছে। আমরা দ্রুত ওপর থেকে নিচে নেমে আগুন নেভানোর কাজ শুরু করায় আগুন ভবনের অন্যত্র ছড়াতে পারেনি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফৌজুল আজিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।