শরীয়তপুরে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বন বিভাগের বাগানে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি মারুফকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন উত্তর নরসিংপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে মাদারীপুর র্যাব-৮ (সিপিসি-৩)-এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর র্যাব-৮ এবং নারায়ণগঞ্জ র্যাব-১১-এর একটি যৌথ আভিযানিক দল নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার প্রধান আসামি মারুফকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি ভুক্তভোগী নারী তার বন্ধুর সঙ্গে ঘুরতে বের হলে বখাটেরা তাদের জোরপূর্বক বন বিভাগের বাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে শরীয়তপুর সদর উপজেলার পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।




Comments