কাজিপুরে ‘আওয়ামী লীগের’ মিছিলে অর্থায়নের অভিযোগে রাজউক কর্মকর্তা গ্রেপ্তার
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মিছিলে অর্থ জোগান দেওয়ার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. হেলাল উদ্দিন (৫০) উপজেলার মনসুর নগর ইউনিয়নের পূর্ব মাজনাবাড়ি গ্রামের বাসিন্দা। বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে পার্শ্ববর্তী চরগিরিশ ইউনিয়নের ছালাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মনসুর নগর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একটি মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয়দের অভিযোগ, ওই মিছিলে অর্থায়ন করেছেন রাজউক কর্মকর্তা হেলাল উদ্দিন। এছাড়া তিনি ‘মোহাম্মদ নাসিম স্মৃতি পরিষদ’ বৃহত্তর মিরপুর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলেও অভিযোগ রয়েছে।
সূত্র আরও জানায়, অভিযোগ প্রকাশ্যে আসার পর হেলাল উদ্দিন এলাকা ছেড়ে পার্শ্ববর্তী চরগিরিশ ইউনিয়নের ছালাল এলাকায় আত্মগোপন করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কাজিপুর থানায় নিয়ে যান।
তবে অভিযোগ অস্বীকার করে হেলাল উদ্দিন বলেন, “আমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। সামাজিক সহায়তা কার্যক্রম ছাড়া আমার অন্য কোনো সম্পৃক্ততা নেই।”
এ বিষয়ে কাজিপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত হেলাল উদ্দিন ঢাকায় রাজউকের কর্মকর্তা হিসেবে কর্মরত। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Comments