Image description

মুন্সীগঞ্জের গজারিয়ায় চাঞ্চল্যকর জহিরুল ইসলাম জয় (২৬) হত্যা মামলার অন্যতম আসামি ও ২৩ মামলার পলাতক শীর্ষ সন্ত্রাসী লালুসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে র‍্যাব-৩ ও র‍্যাব-১১-এর সদস্যরা তাদের গ্রেপ্তার করে। পরে তাদের গজারিয়া থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের মৃত মনির হোসেনের ছেলে শীর্ষ সন্ত্রাসী লালু (৪৫), বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে শাকিল (২৭), একই গ্রামের মৃত মাহমুদ হোসেনের ছেলে আলাউদ্দিন (৬৫) এবং জসিম (৪৫)।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী লালুকে গ্রেপ্তার করে র‍্যাব-৩। একই সময়ে র‍্যাব-১১-এর অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে শাকিল, কাঁচপুর বালুর মাঠ এলাকা থেকে আলাউদ্দিন এবং ফতুল্লা এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত লালু গজারিয়া উপজেলার একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৪টি হত্যা মামলা, অস্ত্র, মাদক ও মারামারিসহ বিভিন্ন অপরাধে অন্তত ২৩টি মামলা রয়েছে। জয় হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর রাতে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামে টিকটক ভিডিও বানানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে জহিরুল ইসলাম জয়কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। গ্রেপ্তারকৃতরা ওই মামলার এজাহারভুক্ত আসামি এবং ঘটনার পর থেকেই পলাতক ছিলেন।

এদিকে শীর্ষ সন্ত্রাসী লালু গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহতের বোন জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, “আমি চাই লালু যেন কোনোভাবেই জামিন না পায় এবং প্রচলিত আইনের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়।”