Image description

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ নূরজাহান আক্তার সাথী স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ধনবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহেদুল হাসান, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাব সদস্য সাংবাদিক পলাশ ইসলাম, আমির হোসেন, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান, সাংবাদিক আব্দুল্লাহ, রাকিব ও আরিফুলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য কর্মীবৃন্দ।

সভায় নবাগত ইউএনও মিজ্ নূরজাহান আক্তার সাথী উপজেলার সার্বিক উন্নয়নে এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “প্রশাসন ও সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে উপজেলার উন্নয়ন ত্বরান্বিত হবে।” একইসাথে তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকরা তাদের মতামত তুলে ধরেন এবং নবাগত ইউএনও তা অত্যন্ত গুরুত্বের সাথে শোনেন।