সৈয়দপুরে ১৫টি ওয়ার্ডে একযোগে ধানের শীষের পক্ষে বিএনপির গণসংযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একযোগে ১৫টি ওয়ার্ডে বিশাল গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে সৈয়দপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের প্রতিটি মহল্লায় ধানের শীষ প্রতীকের সমর্থনে ব্যাপক প্রচারণা চালানো হয়। স্থানীয় বিএনপি নেতারা এই উদ্যোগকে ভোটের মাঠে নিজেদের ঐক্যবদ্ধ শক্তির প্রদর্শন হিসেবে দেখছেন।
গণসংযোগকালে নেতাকর্মীরা ভোটারদের মাঝে নীলফামারী-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর সরকারের ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী মিছিল করেন। তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
একযোগে এই প্রচার অভিযানে ৭নং ওয়ার্ডে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন ও মো. কামরান; ১১নং ওয়ার্ডে যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, মিজু বসুনিয়া, রাব্বী ও নয়ন; ১৫নং ওয়ার্ডে তারিক আজিজ; ৫নং ওয়ার্ডে মিঠু, দিনার, আকরাম ও সুজু; ৩নং ওয়ার্ডে জিয়াউল হক জিয়া, মোশারফ, মোহাম্মদ আলী, টুনটুন ও রজিদ; ২নং ওয়ার্ডে এম পারভেজ লিটন, ফরিদ, ডা. আলী ও আজহার; ৯নং ওয়ার্ডে ছাত্রদলের আরমান ও আওরঙ্গজেবসহ ১, ৪, ৬, ৮, ১০, ১২, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন বলেন, "আজকে সৈয়দপুরের ১৫টি ওয়ার্ডের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের পক্ষে রাস্তায় নেমে এসেছে। জনগণের এই ভালোবাসা প্রমাণ করে তারা পরিবর্তন চায়। অবৈধ সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই।"
স্থানীয় কর্মীরা জানান, এই গণসংযোগের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে পৌঁছানো এবং দলের সাংগঠনিক শক্তিকে আরও চাঙ্গা করা সম্ভব হয়েছে। নির্বাচন পর্যন্ত এই ধরনের প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
নীলফামারী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর সরকার বলেন, "আমি নির্বাচিত হলে জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। সৈয়দপুর ও কিশোরগঞ্জের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করা হবে। বিশেষ করে সৈয়দপুরের রেলওয়ের জমি এবং অবাঙালি ক্যাম্পের বাসিন্দাদের দুর্দশা লাঘবে দ্রুত পদক্ষেপ নেওয়াই হবে আমার প্রথম কাজ। আমাদের নেতাকর্মীরা আজ যে ঐক্য দেখিয়েছেন, ইনশাআল্লাহ ভোটের মাধ্যমে আমরা তার প্রতিফলন দেখতে পাব।"




Comments