কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মিরপুর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল আলম মিলন (৫০), তালবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের অন্তর্গত নওদা শামুখিয়া ওয়ার্ডের সাধারণ সম্পাদক এনামুল কবিরাজ (৫০), পোড়াদহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোয়ার খাঁ (৬৫) এবং বহলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সদস্য রেজাউল করিম (৪৫)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল মিরপুর উপজেলার চুনিয়াপাড়া ঈদগাহ ময়দানে আওয়ামী লীগের একদল নেতা-কর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। সে সময় মিরাজুল নামে এক বিএনপি কর্মী ওই পথ দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা তার গতিরোধ করে এবং যাতায়াতে বাধা দিয়ে তার গাড়ির হেডলাইট ভাঙচুর করে। এ ঘটনায় মিরাজুল পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছয়জনকে আটক করে এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরবর্তীতে ওই ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। বুধবার গ্রেপ্তার হওয়া চারজন উক্ত মামলারই সন্দিগ্ধ আসামি।
তবে গ্রেপ্তারকৃতদের পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং শুধুমাত্র দলীয় পরিচয় থাকার কারণেই তাদের পুলিশ আটক করেছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "একটি নাশকতার মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে চারজনকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা রোধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।"




Comments