বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করা এবং প্রবাসীদের অবদানকে সম্মান জানাতে সারাদেশে আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
নীলফামারী
নীলফামারীতে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, দক্ষ জনশক্তি তৈরিতে টিটিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসী কল্যাণ ব্যাংক নীলফামারী শাখার ব্যবস্থাপক জানান, এ পর্যন্ত জেলায় ১ হাজার ৪৫০ জনকে ৩৭ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। বিশেষ করে জাপানগামীদের ভাষা শিক্ষার জন্য ৩ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত বিশেষ ঋণের ব্যবস্থা রয়েছে। জেলার ডিমলা উপজেলাতেও পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের করা হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. তারিক উজ জামান বলেন, “প্রবাসীরা দেশের রেমিট্যান্স যোদ্ধা। জিডিপির বড় অংশ তাদের অবদান থেকে আসে।” অনুষ্ঠানে কোরিয়া ফেরত প্রবাসী ও জুলাই বিপ্লবের যোদ্ধারা উপস্থিত ছিলেন।
বাগেরহাট (মোল্লাহাট ও মোরেলগঞ্জ)
মোল্লাহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে মোরেলগঞ্জে ইউএনও মো. হাবিবউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বিদেশের মাটিতে দেশের সম্মান অক্ষুণ্ণ রাখতে ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
গাজীপুর (কালিয়াকৈর)
কালিয়াকৈরে সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ারের সভাপতিত্বে র্যালি ও সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে। বক্তারা প্রবাসীদের অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধির কথা বলেন।
কিশোরগঞ্জ (কটিয়াদী)
কটিয়াদীতে নবাগত ইউএনও শামীমা আফরোজ মারলিজের নেতৃত্বে দিবসটি পালিত হয়। তিনি বলেন, প্রবাসীরা বিদেশের মাটিতে আমাদের দেশের প্রতিনিধি। তাদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য।
নওগাঁ (মান্দা) ও দিনাজপুর (খানসামা)
মান্দায় এসি ল্যান্ড নাবিল নওরোজ বৈশাখ এবং খানসামায় ইউএনও মো. কামরুজ্জামান সরকারের নেতৃত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খানসামায় ইউএনও বলেন, কারিগরি দক্ষতা অর্জন করে বিদেশে গেলে বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি দেশ লাভবান হবে।
রাঙ্গামাটি (বাঘাইছড়ি)
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ইউএনও আমেনা মারজানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। এতে টিটিসি প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিরাপদ অভিবাসনের ওপর জোর দেন।
সকল আলোচনা সভায় বক্তারা সাধারণ মানুষকে দালালদের খপ্পর থেকে বাঁচতে সরকারিভাবে প্রশিক্ষণ গ্রহণের পরামর্শ দেন। দক্ষ জনশক্তি হিসেবে বিদেশে গিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শেষাংশে সফল অভিবাসী ও প্রবাসীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।




Comments