পটুয়াখালীতে কোস্ট গার্ড, মৎস্য অধিদপ্তর ও বন বিভাগের যৌথ অভিযানে প্রায় ২ কোটি ২২ লক্ষ টাকা মূল্যের ৮ হাজার ৫০ কেজি শাপলাপাতা মাছ এবং বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী সদর টোল প্লাজা সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী, জেলা মৎস্য অধিদপ্তর এবং বন বিভাগের সমন্বয়ে একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। এসময় সন্দেহভাজন একটি পিকআপ তল্লাশি করে ২ কোটি ১ লক্ষ ২৫ হাজার টাকা বাজারমূল্যের ৮ হাজার ৫০ কেজি শাপলাপাতা মাছ উদ্ধার করা হয়। এছাড়া পরিত্যক্ত অবস্থায় ২০ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যের আরও ২ হাজার ৯৫০ কেজি জাটকা জব্দ করা হয়।
অভিযান শেষে জব্দকৃত জাটকাগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী এবং দুস্থদের মাঝে বিতরণ করা হয়। অন্যদিকে, শাপলাপাতা মাছগুলো বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় বন বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।
আটককৃত পিকআপের চালক ও সহকারীর কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কাজে লিপ্ত না হওয়ার শর্তে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংরক্ষণে তাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




Comments