Image description

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাটি বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে জাকির হোসেন (৩২) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ডিপেরহাট-সড়ককাটা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন ওই ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মোজাম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মাটি বোঝাই একটি ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় ডিপেরহাট-সড়ককাটা সড়কে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় ট্রাক্টরটি উল্টে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। ট্রাক্টরের নিচে চাপা পড়ে এবং পুকুরের পানিতে ডুবে ঘটনাস্থলেই চালক জাকিরের মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হবে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।