Image description

জামালপুরের মাদারগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার বালিজুড়ী শাহ মাহমুদ ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এই জানাজার আয়োজন করা হয়।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীসহ প্রায় পাঁচ শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এতে ইমামতি করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শেখ সাদিউর রহমান সাদি এবং দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সম্পাদক মাওলানা আব্দুল বারী।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন এ প্রজন্মের এক সাহসী কণ্ঠস্বর। তাঁকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় ছাত্র-জনতা রাজপথে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।