রাঙামাটির কাপ্তাই হ্রদে কায়াকিং করতে গিয়ে পানিতে ডুবে মো. ইফরাত উদ্দিন (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে জেলা সদরের বালুখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইফরাত পুরান ঢাকার নাজিরাবাজার এলাকার বাসিন্দা ওয়াসিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ইফরাত উদ্দিন তাঁর বন্ধুদের সঙ্গে শনিবার ভোরে ঢাকা থেকে রাঙামাটি পৌঁছান। এরপর তাঁরা রাঙামাটি সদর উপজেলার বালুখালী এলাকার ‘স্বর্ণদ্বীপ আইল্যান্ড’ নামের একটি রিসোর্টে ওঠেন। সকাল সাড়ে ৯টার দিকে হ্রদে কায়াকিং করতে নামেন তাঁরা। কায়াকিংয়ের সময় অন্য সবাই লাইফ জ্যাকেট পরলেও ইফরাত তা পরেননি। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে তাঁর বহনকারী বোটটি হ্রদের পানিতে ডুবে গেলে তিনি তলিয়ে যান।
খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির পর কাপ্তাই হ্রদ থেকে ইফরাতের মরদেহ উদ্ধার করা হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




Comments