শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে এক বিশাল ম্যারাথন র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন শহীদ মিনারের সামনে থেকে এই র্যালি শুরু হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে র্যালিটি সলিমপুর ইউনিয়ন হয়ে ডিসি পার্কে গিয়ে একটি সমাবেশের মাধ্যমে শেষ হয়। এই র্যালিতে নেতৃত্ব দেন সীতাকুণ্ড-৪ আসনের এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী। এতে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, “শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো ষড়যন্ত্রই ছাত্র-জনতার এই বিপ্লবকে নস্যাৎ করতে পারবে না।” বক্তারা বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তরুণ ও যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান।
সীতাকুণ্ড উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলীর পরিচালনায় এবং আনোয়ার সিদ্দিক চৌধুরীর সমর্থনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের নায়েবে আমীর রাশেদুজ্জামান মজুমদার, ভাটিয়ারী ইউনিয়ন আমীর মোশাররফ হোসেন মৃধা, সলিমপুর ইউনিয়ন আমীর অধ্যক্ষ ফরহাদ হোসেন এবং সোনাইছড়ি ইউনিয়ন সেক্রেটারি সেলিম জাহেদী।
এছাড়াও ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা শাখার অফিস সম্পাদক তানভীর ফুয়াদ, সীতাকুণ্ড উপজেলা শিবিরের সভাপতি আশরাফ হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন।




Comments