Image description

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুতে নীলফামারীর সৈয়দপুরে বিশাল গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় শহরের কেন্দ্রস্থল পাঁচমাথা মোড়ে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও হাজার হাজার সাধারণ মানুষ অংশ নেন।

জানাজায় ইমামতি করেন কাজী শহীদুল ইসলাম। এর আগে শুক্রবার বিকেলে শহরের জিআরপি মোড়ে বিক্ষোভ মিছিল শেষে সাধারণ শিক্ষার্থীরা এই গায়েবানা জানাজার কর্মসূচি ঘোষণা করেছিলেন।

জানাজায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শাকিল চৌধুরী, সাকিব, জাভেদ, শোয়েব, নাফি, বিজয়, আজাদসহ অনেকে। এছাড়াও রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহীন আক্তার শাহীন, এরশাদ হোসেন পাপ্পু, আনোয়ার প্রামাণিক এবং জামায়াতে ইসলামীর পক্ষে শাহবাজ উদ্দিন সবুজ, আবদুল্লাহ মুয়ীদ, শহীদ ও শুভসহ সর্বস্তরের জনগণ।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “শহীদ ওসমান হাদি ফ্যাসিবাদের বিরুদ্ধে যে অকুতোভয় সাহস দেখিয়ে গেছেন, তা আমাদের জন্য আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর চিন্তা ও আদর্শকে ধারণ করে আমরা এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখব। কোনো অপশক্তি যেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা অতন্দ্র প্রহরীর মতো রাজপথে থাকবে।”

বক্তারা আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ছাত্র-জনতা কোনো প্রকার ছাড় দেবে না এবং হাদির স্বপ্ন বাস্তবায়নে তারা ঐক্যবদ্ধ থাকবে। জানাজা শেষে শহীদ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।