কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল ও গাছের চারা বিতরণ এবং দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন’-এর আয়োজনে এবং রশিদ মন্ডল আদর্শ পাঠাগার ও রশিদ মন্ডল স্পোর্টস ক্লাবের সৌজন্যে শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে এই কর্মসূচি সম্পন্ন হয়।
উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের চর বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন সহকারী রাজস্ব কর্মকর্তা (কাস্টমস) সাইফুল ইসলাম সোহাগ।
দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসা সেবা প্রদান শেষে উপস্থিত শীতার্তদের মাঝে কম্বল ও পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ করা হয়।
স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হাফিজুর রহমান খান জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও গোল্ডেন হ্যাভেন যুব সংগঠনের সভাপতি নাসিরা খন্দকার নিসা। এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক আজিজার আলী, পশু চিকিৎসক ইমরান মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, চরাঞ্চলের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতে এই সংগঠনের সামাজিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।




Comments