রংপুরের পীরগঞ্জে তিন কেজি চোলাই মদসহ নূর আলম নামে এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধনাশালা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত নূর আলম উপজেলার ধনাশালা উত্তর পাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার এসআই চন্দ্র কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ধনাশালা এলাকায় অভিযান চালিয়ে নূর আলমকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে তিন কেজি দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
পরবর্তীতে পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর আহম্মেদ ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে তিনি আসামিকে এই দণ্ডাদেশ প্রদান করেন। অভিযানকালে জব্দকৃত মাদকদ্রব্য সবার উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর আহম্মেদ বলেন, “জনস্বার্থে ও সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”




Comments