রাজশাহীর বাগমারায় বাঁইগাছা মিতালী ক্লাবের উদ্যোগে আয়োজিত মহিলা প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাইগাছা বোর্ড অফিস মাঠে উৎসবমুখর পরিবেশে এই খেলা সম্পন্ন হয়।
রাজশাহী জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট নাসির উদ্দিন প্রাং-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচটি উদ্বোধন করেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া। খেলার প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিস্টার।
ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে গাইবান্ধা পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমি এবং রাজশাহী কিংস ফুটবল দল। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রাজশাহী কিংসকে ২-০ গোলে পরাজিত করে গাইবান্ধা পলাশবাড়ী ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মাঠের ধারাভাষ্যে ছিলেন প্রভাষক হাবিবুর রহমান ও ইকবাল আহম্মেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র আ.ন.ম সামসুর রহমান মিন্টু এবং সানিয়াত হোসেন শুভ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক সফিকুল ইসলাম, নরদাশ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রফিক, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মামুনুর রশিদ, উপজেলা জিসাসের সভাপতি মো. আব্দুল জলিল এবং শুভডাঙ্গা ইউনিয়ন তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ব্যতিক্রমী ও আকর্ষণীয় এই মহিলা ফুটবল ম্যাচটি উপভোগ করতে মাঠের চারদিকে হাজার হাজার দর্শক সমবেত হন। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।




Comments