Image description

ভোলার বোরহানউদ্দিনে তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

আদালত পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস।

আদালত সূত্রে জানা গেছে, ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের গোপন খবরের ভিত্তিতে তেঁতুলিয়া নদীতে ঝটিকা অভিযান চালায় প্রশাসন। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী মো. হারুন (৫৫) নামে এক ব্যক্তিকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত হারুন ভোলা সদর উপজেলার বাপ্তা গ্রামের সুলতান আহমেদের ছেলে।

অভিযানে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস বলেন, “নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করা দণ্ডনীয় অপরাধ। এতে নদীর গতিপথ পরিবর্তনসহ পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় আমাদের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”