সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির স্মরণে তাঁর নিজ জন্মভূমি ঝালকাঠির নলছিটিতে পালিত হয়েছে অর্ধবেলা শোক। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শোক পালন করেন স্থানীয় ব্যবসায়ীরা।
এদিন সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এর আগে সকালে নলছিটি উপজেলা ব্যবসায়ী সমিতির উদ্যোগে শোক কর্মসূচি সফল করতে শহরজুড়ে মাইকিং করা হয়।
শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে তাঁর পরিবার ও নিজ গ্রামসহ পুরো উপজেলায় এখনো শোকের মাতম চলছে। এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান, একজন মেধাবী ও অকুতোভয় তরুণ নেতা হিসেবে ওসমান হাদি নলছিটি তথা সারা দেশের গর্ব। তাঁর এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয়রা।
নলছিটি পৌর বস্ত্র ব্যবসায়ী কমিটির সভাপতি নেওয়াজ হোসাইন বলেন, “শরীফ ওসমান হাদিকে সম্মান জানাতে নলছিটি উপজেলাবাসীর পক্ষ থেকে সকল ব্যবসায়ীরা এই উদ্যোগ নিয়েছেন। তিনি এখন আর শুধু নলছিটির সন্তান নন, তিনি একজন ‘জাতীয় বীর’। তাঁর সুখ্যাতি আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।”
ব্যবসায়ী শাহাদাত ফকির, রফিকুল ইসলাম ও জিয়াউল কবীর মিঠু বলেন, “ওসমান হাদি অন্যায়ের বিরুদ্ধে এক সাহসী কণ্ঠস্বর ছিলেন। তাঁর জন্মভূমি নলছিটি হওয়ায় আমরা গর্বিত। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আমাদের এই সংহতি।”
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।




Comments