Image description

টাঙ্গাইলের ধনবাড়ী থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুম সালাম সিদ্দিকের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় থানা কমপ্লেক্সের হল রুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এই সভার আয়োজন করা হয়।

সভার শুরুতে ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির প্রতিনিধি হাফিজুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন। সভায় এলাকার মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং এবং জুয়াসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ধনবাড়ী প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, প্রেস ক্লাব সদস্য সোহাগ হোসেন, সাংবাদিক পলাশ ইসলাম, জাহিদ ইসলাম, সহযোগী সদস্য সোহেল রানা ও সুমন হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান।

মতবিনিময় সভায় নবাগত ওসি নূরুম সালাম সিদ্দিক বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক হিসেবে কাজ করলে সমাজের অপরাধ নির্মূল করা সহজ হয়। বিভিন্ন তদন্ত কার্যক্রমে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য ও সত্য উদঘাটন পুলিশের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এবং এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় আমি সকল সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল তথ্য প্রদানের মাধ্যমে আপনারা আমাদের পাশে থাকবেন বলে আমার বিশ্বাস।”

সভায় সাংবাদিকরা এলাকায় শান্তি বজায় রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।