মৌলভীবাজারের বড়লেখায় জেনারেল ও ইসলামী শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান ‘দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসা’র শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে মাদরাসা প্রাঙ্গণে স্থানীয় শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এর যাত্রা শুরু হয়।
বড়লেখা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রামতলা দাখিল মাদরাসার প্রিন্সিপাল ও অত্র প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা মাওলানা ইসলাম উদ্দিন। মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি জিয়াউল হক এবং সহকারী মৌলভী আবুল হাসান হাদীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা দক্ষিণ কলেজের অধ্যাপক আব্দুস শহীদ খান।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ এমদাদুল ইসলাম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মৌলভী লোকমান আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও সাংবাদিক এম এম আতিকুর রহমান, হলদিরপার জামেয়া কোরআনিয়া দাখিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাছিত এবং বড়লেখা মোহাম্মাদীয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক কাজী এনামুল হক।
বক্তারা বলেন, বর্তমান যুগে নৈতিক অবক্ষয় রোধে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। দারুল হিকমাহ মাদরাসা এই অভাব পূরণে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক তারেক আহমদ, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক জসিম উদ্দিন, ইংরেজি বিভাগের প্রভাষক রেজাউল করিম, খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপন এবং অভিভাবকদের পক্ষ থেকে মাতাব উদ্দিন ও জুনেদ আহমদসহ আরও অনেকে বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটিতে প্লে-নার্সারি থেকে দাখিল ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এখানে কুরআন-হাদিসের পাশাপাশি আরবী ও ইংরেজি স্পোকেন কোর্স, কম্পিউটার প্রশিক্ষণ এবং সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক ও নৈতিক শিক্ষায় দক্ষ করে গড়ে তোলাই মূল লক্ষ্য।
অনুষ্ঠান শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।




Comments