Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ-২ এর আওতায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দিনভর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে মাধবপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল মিয়া (৬৫) এবং চৌমুহনী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সোলেমান মিয়া (৪২)। দুলাল মিয়া তেলিয়াপাড়া এলাকার মৃত হাজী মোস্তফার ছেলে এবং সোলেমান মিয়া হরিনখোলা এলাকার মৃত ইমরান মিয়ার ছেলে।

মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই শাহানুর ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ-২ এর আওতায় এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

থানা পুলিশ আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপতৎপরতা রোধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।