Image description

জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর ইউনিয়নে সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় নোটসহ মোঃ আসাদ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে সাতানীপাড়া বিওপি। এ সময়তার কাছ থেকে ৫০০ রুপি মূল্যমানের ৩৬ টি ভারতীয় নোট এবং ৫০০ টাকা মূল্যমান ৫ টি বাংলাদেশী নোট জব্দ করা হয়।

২০ ডিসেম্বর (শনিবার) আনুমানিক ৩ ঘটিকার সময় মেইন পিলার ১০৮৬/৫ এস হতে আনুমানিক ৪০০ গজ অভ্যন্তরে সাতানিপাড়া নামক স্থানে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি আসাদ মিয়া বকশীগঞ্জ থানার বালুগ্রাম এলাকার মৃত আবু হাসেমের পুত্র।

জামালপুর ৩৫ বিজিবি সাতানিপাড়া বিওপি থেকে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানিপাড়া এলাকায় ভারতীয় রুপির অবৈধ ব্যবসা চলছে গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে বিজিবি সাতানীপাড়া বিওপি নায়েব সুবেদার ইসমাইল হোসেনে নেতৃত্বে একটি টহল টিম অভিযান পরিচালনা করে এ সময় তার কাছ থেকে ভারতীয় রুপি ও বাংলাদেশী টাকাসহ তাকে আটক করা হয়।