Image description

পটুয়াখালীর বাউফলে ইটবোঝাই ট্রলির চাপায় পিষ্ট হয়ে হাফসা নামে ৪ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের শিবপুর গ্রামের স্লোব হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাফসা ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের আমিন খানের মেয়ে। সে কালিশুরী ইউনিয়নের শিবপুর গ্রামে নানা জলিল হাওলাদারের বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শিশু হাফসা নানাবাড়ির সামনের রাস্তায় খেলা করছিল। এ সময় ‘মীম ব্রিক ফিল্ডে’র একটি ইটবোঝাই দ্রুতগতির ট্রলি তাকে চাপা দেয়। ট্রলির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রলি নিয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে চালক রফিক ও সহযোগী রিফাদকে আটক করে পুলিশে সোপর্দ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাতক ট্রলিটি মীম ব্রিকসের মালামাল পরিবহনে নিয়োজিত ছিল।

খবর পেয়ে বাউফল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অবুঝ এই শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে শিবপুর গ্রামের পরিবেশ।

বাউফল থানার পুলিশ জানায়, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।