Image description

নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন (অবঃ)অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন। তিনি লালপুর–বাগাতিপাড়া আসনে ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ফারজানা শারমিন পুতুলের মা।

রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

লালপুর বাগাতিপাড়া আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল মা ও সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের সহধর্মিণী কামরুন্নাহার শিরিন বলেন, আমার মেয়ে পুতুলকে আপনারা সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। লালপুর বাগাতিপাড়া আসনের সকল নেতাদের এক কাতারে এসে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট করার আহ্বান জানান, সারাদেশে বিপুল পরিমান ভোটে ধানের শীষের বিজয় হবে কামনা করেন তিনি। অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে বলেও তিনি প্রত্যাশা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. মোশাররফ হোসেন এবং সাবেক সদস্য সচিব মো. হাফিজুর রহমান।

এছাড়াও ঈশ্বরদী ইউনিয়নের উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রঞ্জু। বিলমাড়ীয়া ইউনিয়নের উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু। গোপালপুর পৌরসভার উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম।

মনোনয়ন ফরম উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ জানান, এ পর্যন্ত লালপুর উপজেলা থেকে একজন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এছাড়া যারা মনোনয়ন ফরম উত্তোলন করতে এসেছেন, তাদের সবাইকে নির্বাচনী আচরণবিধির কপি প্রদান করা হয়েছে এবং তা কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।