সিরাজগঞ্জের কাজিপুরে অবৈধভাবে সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার ঢেকুরিয়া বন বিভাগ পার্ক সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানটি পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢেকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে সার বিক্রির সময় একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি সার (ব্যবস্থাপনা) আইন-২০০৬ অনুযায়ী অপরাধ স্বীকার করেন এবং এই অবৈধ কারবারের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। তাঁর সহযোগিতামূলক মনোভাব ও স্বীকারোক্তি বিবেচনায় নিয়ে আদালত তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানকালে টিএসপি ৮৩ কেজি, ইউরিয়া ৯০ কেজি এবং এমওপি ৮৬ কেজি মোট ২৫৯ কেজি অবৈধ সার জব্দ করা হয়। জব্দকৃত এই সার তাৎক্ষণিকভাবে উন্মুক্ত নিলামের মাধ্যমে সরকারি নির্ধারিত দরে ডিলারদের কাছে বিক্রি করা হয়। এতে আদায়কৃত ৬ হাজার ৩৯১ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, “কৃষকদের ন্যায্য অধিকার রক্ষা এবং সার সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করতে আমাদের এই তৎপরতা। সার নিয়ে কোনো ধরনের কারসাজি বা অবৈধ মজুত বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




Comments