নীলফামারীর জলঢাকায় একটি স্লুইসগেট ব্রিজের রেলিং থেকে মাসুদ রানা (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার শৌলমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি ঢাকায় ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্থানীয় লোকজন বাঁধের পাড়ে স্লুইসগেট ব্রিজের রেলিংয়ের সঙ্গে দড়িতে মাসুদের মরদেহ ঝুলতে দেখেন। খবর পেয়ে জলঢাকা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাসুদ রানা শৈশবেই বাবা-মাকে হারিয়েছেন এবং নানির কাছে বড় হয়েছেন। তাঁর ৮ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। সেই সন্তানকে দেখার জন্য গত ২০ ডিসেম্বর ছুটিতে ঢাকা থেকে বাড়ি ফিরেছিলেন তিনি। বাড়ি ফেরার মাত্র দুদিনের মাথায় তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, “প্রাথমিক সুরতহালে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”




Comments