Image description

ফরিদপুরের নগরকান্দায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহারের দায়ে দুটি বেকারিকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার লস্করদিয়া ও তালমা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত এই অভিযানে লস্করদিয়া বাজারের ‘ঢাকা বেকারি’র মালিক মো. মনির হোসেনকে ৩০ হাজার টাকা এবং তালমা বাজারের ‘বিসমিল্লাহ বেকারি’র মালিক মো. রিপনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আজমল ফুয়াদ।

সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে নগরকান্দার এই দুটি বেকারিতে তল্লাশি চালানো হয়। অভিযানে কারখানা দুটিতে চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের চিত্র দেখা যায়। এছাড়া খাবারে অনুমোদনহীন ও নিষিদ্ধ ঘন চিনি, হাইড্রোজ, ক্ষতিকর কেমিক্যাল ও রং ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় এই অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, “ভবিষ্যতে এমন অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠান দুটিকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে এবং মানসম্পন্ন খাবার নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

অভিযান চলাকালে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সতর্কতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং ফরিদপুর জেলা পুলিশের একটি টিম নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান করে।