আসন্ম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল–৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা ও বিএনপির অফিস পোড়ানোর মামলায় বর্তমানে কারাগারে থাকা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর পক্ষে রোববার (২১ ডিসেম্বর) বিকেলে তার দুই অনুসারী বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, টিপুর পক্ষে শাওন নামের এক যুবক মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ তথ্য এলাকায় ছড়িয়ে পড়লে বরিশাল–৩ আসনজুড়ে নির্বাচন নিয়ে নতুন আলোচনা শুরু হয়।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, “দুজন ব্যক্তি এসে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জাতীয় পার্টি কোনো নিষিদ্ধ বা অনিবন্ধিত দল নয়, তাই বিধি অনুযায়ী মনোনয়নপত্র দেওয়া হয়েছে।”
জানা গেছে, বরিশাল–৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। জামায়াতে ইসলামীর প্রার্থী বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন পেয়েছেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম।
উল্লেখ্য, বরিশাল–৩ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু ২০২৪ সালের ১৪ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি বিএনপির অফিস পোড়ানো ও বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাসহ একাধিক মামলায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
টিপু কারাগারে থাকলেও বরিশাল–৩ আসনে তার মনোনয়নপত্র সংগ্রহে ভোটের অঙ্কে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।




Comments