সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীতে একটি বালু উত্তোলনের ড্রেজারের ভেতর থেকে হাফিজুল ইসলাম হাফিজ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাফিজুল ইসলাম একই ইউনিয়নের বাঐখোলা গ্রামের কমল মুন্সীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধের পাশে ড্রেজার বসিয়ে স্থানীয় প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালুর ব্যবসা করে আসছিল। নিহত হাফিজুলও তাদের সাথে এই ব্যবসায় যুক্ত ছিলেন। গত রবিবার রাতে একটি ড্রেজারের ইঞ্জিনের অংশে চার সহযোগীর সাথে ঘুমিয়ে পড়েন তিনি। সোমবার সকালে তাঁর মৃত্যুর বিষয়টি জানাজানি হলে এনায়েতপুর থানা পুলিশ ও চৌহালী নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যেহেতু যমুনা নদী থেকে মরদেহটি উদ্ধার হয়েছে, তাই নৌ-পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর সহযোগীরা দাবি করছেন, রাতে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজুলের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।




Comments