Image description

বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে ‘দৈনিক আজকের পত্রিকা’র প্রতিনিধি মো. শামীমুল ইসলাম সভাপতি এবং ‘দৈনিক মানবকণ্ঠ’র প্রতিনিধি এফএম নাজমুল রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে আগৈলঝাড়া প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সরদার হারুন রানা। সভায় বিদায়ী সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন বার্ষিক প্রতিবেদন পেশ করেন।

সভার প্রথম অধিবেশনে ২০২৫ সালের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে সদস্যদের মতামতের ভিত্তিতে ৯ সদস্যবিশিষ্ট ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. রিপন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক পলাশ দত্ত, তথ্য ও প্রচার সম্পাদক মৃদুল দাস, এবং নির্বাহী সদস্য মো. মাহবুবুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম।

কমিটি গঠনের আলোচনায় আরও বক্তব্য রাখেন- সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, মো. সাইফুল ইসলাম, অপূর্ব লাল সরকার, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, সদস্য বরুণ বাড়ৈ ও স্বপন দাস প্রমুখ।

সভার শেষ পর্যায়ে নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ক্লাবের প্রতিষ্ঠাতা সরদার হারুন রানা। নবনির্বাচিত নেতৃবৃন্দ পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।