প্রতিষ্ঠানের জমি থেকে মাটি লুটের অভিযোগ, থানায় জিডি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর এলাকায় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের জমি থেকে রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
জানা গেছে, কুমিল্লার পাথর ব্যবসায়ী শফিকুল ইসলাম সোনাহাট স্থলবন্দর সংলগ্ন বানুরকুটি মৌজার এ/৮৯৮ ও এ/১১৪৬ খতিয়ানভুক্ত ২৬৬৯ ও ২৬৭৩ নম্বর দাগে মোট ৬৩ শতাংশ জমি ক্রয় করেন। সেখানে তিনি ‘মেসার্স মারিয়া ইন্টারন্যাশনাল’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ১১টার দিকে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ভেকু মেশিন ব্যবহার করে ওই প্রতিষ্ঠানের জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যায়। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে শফিকুল ইসলামের ভাই সাব্বির হোসেন (পিতা: আব্দুল রশিদ, গ্রাম: ঘোড়াশাল, মুরাদনগর, কুমিল্লা) গত ২২ ডিসেম্বর ভুরুঙ্গামারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে রাতের আঁধারে বিভিন্ন স্থান থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে।
সরেজমিনে জানা যায়, প্রতিষ্ঠানটি বেশ কিছু দিন ধরে বন্ধ রয়েছে। মালিক এলাকায় না থাকার সুযোগে প্রভাবশালী একটি চক্র রাতের বেলা ভেকু দিয়ে মাটি লুট করেছে।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মালিকপক্ষ মামলা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Comments