আটপাড়ায় পূর্ব বিরোধের জেরে রণক্ষেত্র গ্রাম, সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ২০
নেত্রকোনার আটপাড়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে স্থানীয় দুই প্রভাবশালী গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার সুখারি ইউনিয়নের করাদ্দুব গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের পার্শ্ববর্তী মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটপাড়া উপজেলার সুখারি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইকবাল হোসেন গ্রুপ ও স্থানীয় কাছু মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে বুধবার সকালে গ্রামের সামনের ধানক্ষেতে দুই পক্ষ মুখোমুখি হলে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের নারী-পুরুষ সংঘর্ষে অংশ নেন।
সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
খবর পেয়ে আটপাড়া থানার পুলিশ, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”




Comments