পাবনার আটঘরিয়ায় ধান ভাঙার মেশিনে আটকে আয়েশা খাতুন (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার দেবোত্তর ইউনিয়নের কয়রাবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা ওই গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় রবিউল ইসলাম বাড়িতে নিজের মেশিনে ধান ভাঙছিলেন। এ সময় তার শিশুকদ্যা আয়েশা পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত তার মাথায় থাকা হিজাব মেশিনের রোলারের সঙ্গে পেঁচিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়।
স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




Comments