Image description

চাঁদপুরের হরিণা সংলগ্ন মেঘনা নদীতে দুটি যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হতাহতদের সবাই ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চের যাত্রী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে ঘন কুয়াশার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

লঞ্চের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বরিশালগামী ‘অ্যাডভেঞ্চার-৯’ এবং ভোলার ঘোষেরহাট থেকে ঢাকাগামী ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চের মধ্যে এই সংঘর্ষ হয়। হরিণা এলাকায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে গেলে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি জাকির সম্রাট-৩-এর মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা দেয়। এতে জাকির সম্রাট-৩ লঞ্চের দ্বিতীয় তলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পরই যাত্রীদের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে ক্ষতিগ্রস্ত লঞ্চটি চাঁদপুর ঘাটে নিয়ে আসা হয়। সেখান থেকে তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।