পার্বত্য জেলা বান্দরবানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এই ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৯। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বান্দরবান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২২.০৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২.৫১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। আবহাওয়া অফিসের তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্রস্থলটি বান্দরবান সদর থেকে প্রায় ২৮৬ কিলোমিটার দূরে অবস্থিত।
সন্ধ্যার সময়ে হঠাৎ ঘরবাড়ি ও আসবাবপত্র কেঁপে উঠলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ঘরের ভেতর থেকে দ্রুত খোলা জায়গায় বেরিয়ে আসেন। হেলালউর রশিদ নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, “হঠাৎ করে ঝাঁকুনি অনুভূত হওয়ায় আমরা ভয় পেয়ে যাই। মানুষজন দিগিবিদিক ছোটাছুটি শুরু করে।”
তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, এটি একটি মৃদু ভূ-কম্পন ছিল। এর আগে বিকেলের দিকে দেশের বিভিন্ন প্রান্তে হালকা কুয়াশা ও শীতের আবহাওয়া বিরাজ করলেও সন্ধ্যার এই ঝাঁকুনি পার্বত্য জনপদে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।




Comments